বাংলাদেশ ম্যাচের আগে ২১৫ কিমি গতিতে গাড়ি চালিয়ে জরিমানা গুনলেন রোহিত

রোহিতের গতির নেশা নতুন নয়, আর সেই নেশাই পেয়েছিল তাঁকে। মুম্বাই-পুনে মহাসড়কে নিজের ল্যাম্বোরঘিনি গাড়ি নিয়ে ছোটার পথে একবার নয়, দুবার নয়, তিন-তিনবার ট্রাফিক পুলিশের কাছে জরিমানা গুনতে হয়েছে ভারত অধিনায়ককে।

Post a Comment

0 Comments